ঢাকা ১৪ অক্টোবর ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

জাতীয় শ্রমিক ফেডারেশন

বরিশালে বন্ধ কারখানা চালুর দাবিতে বিক্ষোভ

বরিশালে বন্ধ কারখানা চালুর দাবিতে বিক্ষোভ

২৬টি পাটকল ও ছয়টি চিনিকলসহ বন্ধ সব কলকারখানা রাষ্ট্রীয় মালিকানায় চালু এবং শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে নগরীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় শ্রমিক ফেডারেশন জেলা কমিটির আয়োজনে নগরীর সদর রোডে ফেডারেশনের কালো দিবস উপলক্ষ্যে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নৃপেন্দ নাথ বাড়ৈর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সদস্য অধ্যাপক জলিলুর রহমান, ক্ষেতমজুর কেন্দ্রীয় কমিটির সদস্য হারুন অর-রশিদ, বিপ্লবী কমিউনিস্ট লীগের মহানগর শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ্ আজিজুর রহমান খোকন, জাতীয় শ্রমিক ফেডারেশনের জেলা কমিটির সম্পাদক আমির আলী, শ্রমিক ফেডারেশনের জেলা কমিটির সদস্য বিরেন রায় প্রমুখ।

বক্তারা বলেন, ২০২০ সালে সরকার লোকসান ও পুরোনো কলকারখানার অজুহাত দেখিয়ে রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করে দেওয়ার কারণে ৪০ হাজার পাটকল শ্রমিক আজ বেকার হয়ে পড়েছেন। তাদের পরিবার-পরিজন নিয়ে আজ মানবেতর জীবনযাপন করছেন। ফলে বন্ধ সব কলকারখানা পুনরায় চালুসহ শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবি জানানো হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত