ঢাকা ১৪ অক্টোবর ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ডিএমপি কমিশনার

ধৈর্য ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করুন

ধৈর্য ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করুন

ধৈর্য ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য ডিএমপিতে কর্মরত সব স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর কমিশনার খন্দকার গোলাম ফারুক। অতীতের মতো ভবিষ্যতেও ডিএমপির সদস্যরা ঐক্যবদ্ধভাবে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। গতকাল সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এ আহ্বান জানান ডিএমপি কমিশনার। অনুষ্ঠানের শুরুতে সব স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের ঈদের শুভেচ্ছা জানান তিনি। অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) একেএম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) ড. খ মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহা. আশরাফুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ, যুগ্ম ও উপ-পুলিশ কমিশনাররা এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত