মির্জা ফখরুলের বিবৃতি

বিরোধী দল ও মত এখন নিষ্ঠুর নিষ্পেষণে পিষ্ট

প্রকাশ : ০৪ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ চলছে দুঃশাসনের সর্বনাশা প্রতাপে। বিরোধী দল ও মত এখন নিষ্ঠুর নিষ্পেষণে পিষ্ট। গ্রাম থেকে শহরে বিএনপির কোনো নেতাকর্মীরই স্বাভাবিক জীবনযাপনের নিরাপত্তা নেই।

গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। দুঃশাসনের প্রকোপ চরমমাত্রায় উপনীত হয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, এই আওয়ামী সরকারের আমলে সমাজে নারী, পুরুষ নির্বিশেষে স্বাভাবিকভাবে বেঁচে থাকার নিরাপত্তা চরমভাবে বিপন্ন। শুধুমাত্র ডাল-ভাত খেয়ে বেঁচে থাকার অধিকারও মানুষ ক্রমান্বয়ে হারাচ্ছে।

ফখরুল বলেন, কাঁচা মরিচসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের বৃদ্ধিতে মধ্যম ও নিম্ন আয়ের মানুষের পিঠ দেয়ালে ঠেকেছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে বলে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, পদে-পদে মানুষের জীবন আজ বিপদাপন্ন। অপঘাতে প্রতিনিয়ত সাধারণ মানুষ জীবন হারাচ্ছে। সড়কে মৃত্যুর হার প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। রাজপথে জনগণের শ্রোত থামানো যাবে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবেই।