ঢাকা ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

বিয়েতে এসে পানিতে ডুবে দুই কলেজ শিক্ষার্থীর মৃত্যু

বিয়েতে এসে পানিতে ডুবে দুই কলেজ শিক্ষার্থীর মৃত্যু

কিশোরগঞ্জের করিমগঞ্জে ঢাকা থেকে বন্ধুর বিয়ের অনুষ্ঠানে এসে হাওরের পানিতে ডুবে কলেজপড়ুয়া দুই বন্ধুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার গুনধর ইউনিয়নের কদিম মাইজহাটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ঢাকার তেজগাঁও নাখালপাড়া এলাকার কামাল উদ্দিনের ছেলে শরফুদ্দিন রাফু (২৪), একই এলাকার লাল মিয়ার ছেলে লিমন ইসলাম (২৩)। করিমগঞ্জ থানার ওসি শামসুল আলম সিদ্দিকী জানান, ঢাকা থেকে কয়েকজন বন্ধু মিলে করিমগঞ্জ উপজেলার মদন গ্রামের ছাইমুদ্দিনের ছেলে তৌকিরের বিয়ের অনুষ্ঠানে আসেন গতকাল।

গতকাল দুপুরে তৌকিরের মামার বাড়ি কদিম মাইজহাটি এলাকার হাওরের পানিতে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় নিহত দুইজনসহ তৌকির।

খবর পেয়ে স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাফু ও লিমনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তৌকির বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত