ঢাকা ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

বাবা-ছেলে হত্যা মামলায় ২৩ জন কারাগারে

বাবা-ছেলে হত্যা মামলায় ২৩ জন কারাগারে

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দত্তপাড়া এলংজানি গ্রামে বাবা-ছেলে হত্যা মামলার ২৩ আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত। তারা হলেন- ওই গ্রামের জীবন সরদার (২৬), নেগার সরদার (৫৫), আজিজ প্রামাণিক (৪৮), মোরশেদ (৩৮), জুয়েল (৪৫), জালাল (৩২), শেখ ফরিদ (৩৫), সুখ চাঁদ (৪০), আয়শা খাতুন (৪০), আকাশ মোল্লা (২৬), আশিক মোল্লা (২৫), কদম (৩৫), হাশেম মোল্লা (৬০), সোহেল রানা (৩০), আলমগীর (৪২), আমজাদ মোল্লা (৪৩), মিঠুন মোল্লা (২৮), আলম প্রামাণিক (৪০), শাজাহান আলী (৪৫), শাহ আলম মোল্লা (৩৫), আশরাফুল ইসলাম (৩০), বাবু মোল্লা (৬০), আজিদ প্রামাণিক (৪৫)। চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পিপি আব্দুর রউফ পান্না এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গতকাল মঙ্গলবার দুপুরের দিকে আইনজীবীর মাধ্যমে আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। জামিন শুনানি শেষে বিচারক মোহাম্মদ রাশেদ তালুকদার তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে আসামীরা গত ২৩ মে হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় তারা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। উল্লেখ্য, গত ২৩ এপ্রিল ওই গ্রামের মসজিদের পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ওয়ার্ড কৃষক লীগ নেতা জামাল উদ্দিন প্রামাণিক নিহত হন এবং তার বাবা মসজিদের মুয়াজ্জিন মোশারফ প্রামাণিকসহ কমপক্ষে ১০ জন আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করলে ২৮ এপ্রিল বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় মুয়াজ্জিন মোশারফ প্রামাণিক মারা যান। এ ব্যাপারে ৪৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১৫ জনকে আসামি করে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়। এ মামলায় তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে একই মামলার চারজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত