ঢাকা ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

ভালুকায় পৃথক ঘটনায় মা মেয়েসহ চার লাশ উদ্ধার

ভালুকায় পৃথক ঘটনায় মা মেয়েসহ চার লাশ উদ্ধার

ময়মনসিংহের ভালুকায় পৃথক পৃথক স্থান থেকে চারজনের মরদেহ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার কাশর এলাকায় কাপড় শুকাতে গিয়ে দুইতলার ছাদ থেকে পা পিছলে পড়ে গিয়ে নুরুন্নাহার নামে এক কারখানা শ্রমিকের মৃত্যু ঘটে। একই সময়ে উপজেলার ডাকাতিয়া বিন্নরীপাড়া এলাকায় মোবাইলে গেইম খেলতে না দেয়ায় বড় ভাইয়ের সাথে অভিমান করে আব্দুল্লাহ নামে এক স্কুলছাত্র নিজ ঘরে ফাঁসিতে ঝুলে মারা যায়। অন্যদিকে সকালে জামিরদিয়া দক্ষিণপাড়া এলাকা থেকে ঘরে তালা ভেঙে একই রশিতে ঝুলন্ত অবস্থায় মা সিনথিয়া আক্তার ও শিশুকন্যা আয়েশা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করেছে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত