ঢাকা ১৫ অক্টোবর ২০২৪, ৩১ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কর্মস্থলে অনুপস্থিত ৩৫ শিক্ষককে শোকজ

কর্মস্থলে অনুপস্থিত ৩৫ শিক্ষককে শোকজ

অননুমোদিতভাবে বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় দেশের ১৫টি জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৫ জন শিক্ষক-কর্মচারীকে শোকজ করা হয়েছে। আগামী ৫ কর্ম দিবসের মধ্যে নিজ নিজ জেলা শিক্ষাঅফিসারের কাছে উপস্থিত হয়ে শিক্ষক-কর্মচারীদের অনুপস্থিতির সুস্পষ্ট কারণ জানাতে নির্দেশ দেয়া হয়।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের সহকারী পরিচালক জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গত বুধবার এ তথ্য জানানো হয়।

জানা গেছে, গত মার্চ মাসে ডিজিটাল মনিটরিংয়ের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষাঅধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তারা দেশের ১৫টি জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান তাৎক্ষণিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে এ অনুপস্থিতি ধরা পড়ে।

অফিস আদেশ থেকে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও নাসিরনগর, কুষ্টিয়া সদর ও কুমারখালী উপজেলা, নোয়াখালী সদর, শরীয়তপুরের জাজিরা, রাজবাড়ীর গোয়ালন্দ, মানিকগঞ্জের শিবালয়, নেত্রকোনার সদর, পূর্বধলা ও কেন্দুয়া উপজেলা, দিনাজপুরের বিরামপুর, ঠাকুরগাঁওয়ের হরিপুর, নওগাঁ জেলার নিয়ামতপুর, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ, রাজশাহীর চারঘাট, তানোর, লক্ষ্মীপুর জেলা সদর, নড়াইল সদর, নীলফামারীর ডোমার উপজেলার ৩৫ জন শিক্ষক ও কর্মচারীকে অননুমোদিতভাবে অনুপস্থিত পাওয়া গেছে। ডিজিটাল মনিটরিংয়ের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তারা তাৎক্ষণিক পরিদর্শন করলে এ অনুপস্থিত ধরা পড়ে। এর আগেও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অনুপস্থিত বহু শিক্ষককে শোকজ করে মাউশি অধিদপ্তর।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত