ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

চট্টগ্রামে দিনেদুপুরে ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছিনতাই

চট্টগ্রামে দিনেদুপুরে ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছিনতাই

চট্টগ্রামে দিন দুপুরে ছুরিকাঘাত করে ব্যবসায়ীর ৯ লাখ ৮০ হাজার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল রোববার দুপুর ১টার দিকে কোতোয়ালি থানাধীন রিয়াজুদ্দিন বাজার রয়েল টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। এ সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে রিয়াজুদ্দিন বাজারের রিদওয়ান কমপ্লেক্সে নূর এন্টারপ্রাইজের কর্মচারী মোরশেদ ও ত্রিদীপ বড়ুয়া আহত হন। নূর এন্টারপ্রাইজের মালিক নূর মোহাম্মদ ইয়াছিন কবির বলেন, ‘আমি মোবাইল ব্যবসার সঙ্গে জড়িত। আমার শাওমি-রেডমিসহ কয়েকটি মোবাইল কোম্পানির ডিলার হিসেবে কাজ করছি।’ গতকাল দুপুরে ব্যবসার টাকা সিটি ব্যাংকে জমা দেওয়ার জন্য যাচ্ছিল দুই কর্মচারী। পথে ছুরিকাঘাত করে একদল ছিনতাইকারী তাদের কাছ থেকে এসব টাকা ছিনিয়ে নেয়। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, ‘ছুরিকাঘাত করে টাকা ছিনতাইয়ের ঘটনাটি অবহিত হয়েছি। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে এবং টাকা উদ্ধারে কাজ চলছে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত