রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি

হিলি স্থলবন্দর সড়ক পরিদর্শনে ডিসি শাকিল আহমেদ

প্রকাশ : ১০ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

খানাখন্দে ভরা দিনাজপুরের হিলি স্থলবন্দরের প্রধান সড়কটি দ্রুত সংস্কার করা না হলে বাংলাদেশে পণ্য রপ্তানি বন্ধের হুমকি দিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা। স্থলবন্দরের প্রধান সড়কটির বর্তমান অবস্থা সরেজমিন পরিদর্শন করেছেন দিনাজপুরের জেলা প্রশাসক শাকিল আহমেদ। ভূমি অধিগ্রহণসংক্রান্ত জটিলতা নিরসনসহ রাস্তার সংস্কার কাজ দ্রুত শেষ করা হবে বলে তিনি জানিয়েছেন। গত শনিবার বিকালে তিনি দিনাজপুর থেকে হিলি স্থলবন্দরের চেকপোস্ট সড়কের টেম্পোস্ট্যান্ড মোড়ে এসে পৌঁছেন। পরে জেলা প্রশাসক হিলি স্থালবন্দরের খানাখন্দে ভরা প্রধান সড়কটির বিভিন্ন স্থান ঘুরে দেখেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ী নেতারা সড়কের বিভিন্ন সমস্যার কথা জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন। সড়ক পরিদর্শন শেষে জেলা প্রশাসক শাকিল আহমেদ সাংবাদিকদের বলেন, ‘হিলি স্থলবন্দরের প্রধান সড়কটির কাজ চার লেনে উন্নীতকরণের কাজ চলমান। এর মধ্যে দুই লেনের একটি সড়কের কাজ শেষ হলেই যানবাহন চলাচল শুরু হয়ে যাবে। পরে বাকি অংশের কাজ শুরু হবে।’ প্রসঙ্গত, হিলি স্থলবন্দরের খানাখন্দে ভরা প্রধান সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়ে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাংলা হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনকে একটি চিঠি দেয়া হয়েছে। ওই চিঠিতে দাবি করা হয়, স্থলবন্দরের চেকপোস্ট গেটের রেললাইন থেকে শুরু করে পানামা হিলি পোর্টের গেট পর্যন্ত সড়কটি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ সড়ক দিয়ে পণ্যবাহী ট্রাক নিয়ে চলাচল করতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন চালকরা।