ঢাকা ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

নারী শিক্ষার্থীদের সমাবেশ

মির্জা ফখরুলকে ক্ষমা চাওয়ার আহ্বান

মির্জা ফখরুলকে ক্ষমা চাওয়ার আহ্বান

সম্প্রতি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের মেয়ে ও চিফ হিট অফিসার বুশরা আফরিনকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতির সামনে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজপড়ুয়া নারী শিক্ষার্থীরা।

গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক প্রতিবাদ সমাবেশ থেকে এ আহ্বান জানান নারী শিক্ষার্থীরা। এতে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়, ইডেন মহিলা কলেজ, গ্রার্হস্থ্য অর্থনীতি কলেজ ছাত্রলীগসহ বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেত্রীরা। সমাবেশ শেষে মির্জা ফখরুলের কুশপুত্তলিকা দাহ করেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ছাত্রলীগের সভাপতি কোহিনূর আক্তার রাখি বলেন, ঢাকার হিট অফিসারকে নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন তা নিছক তার একক বক্তব্য নয়, এটি তার দলের দৈন্যতা; দলের নেতাকর্মীদের নিচু মানসিকতা ও নারীদের প্রতি তাদের দৃষ্টিভঙ্গির প্রতিচ্ছবি। তিনি যেই কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন তার জন্য তিনি যেন নারী সমাজের কাছে ক্ষমা প্রার্থনা করেন। চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে যখন দেশরত্ন শেখ হাসিনার হাত ধরে নারী সমাজ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের নারী ফুটবলাররা যখন চ্যাম্পিয়নশিপ অর্জন করছে, যখন গোটা বিশ্ব তাদের প্রশংসায় পঞ্চমুখ, ঠিক সেই সময়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কীভাবে এ ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করতে পারেন তা আমাদের বোধগম্য নয়। এই ছাত্রলীগ নেত্রী আরো বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বোধহয় বয়সের সাথে সাথে তার চিন্তাশক্তিও হারিয়ে ফেলছেন। তিনি যেন কথাবার্তা আরো সাবধান হয়ে বলেন। তিনি যেন কাদেরকে নিয়ে কী বলছেন সেটা ভেবে চিন্তে বলেন। আমরা বিশ্বাস করি মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি মেয়েকে নিয়ে যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন তা শুধু একটি মেয়েকেই নয়, গোটা নারী সমাজকেই অপমান করা হয়েছে।

আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। ঢাবির বাংলাদেশ কুয়েত মৈত্রী হল শাখা ছাত্রলীগের সভাপতি রাজিয়া সুলতানা কথা বলেন, বাংলাদেশে যেখানে প্রধানমন্ত্রী, স্পিকার, শিক্ষামন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী নারী সেখানে এরকম কুরুচিপূর্ণ মন্তব্য আমরা শুনতে বা মানতে চাই না। আমরা আমাদের সিনিয়র আপুদের কাছ থেকে শুনেছি বিগত দশকে যখন বিএনপি ক্ষমতায় ছিলো তখন সন্ধ্যা নামলেই অস্ত্রের ভয়ে ক্যাম্পাসে নারী শিক্ষার্থীরা হাঁটতে পারতো না। সন্ধ্যা হলেই তাদের মুরগির মতো হলে চলে যেতে হতো। কিন্তু এখন রাত ১০টা পর্যন্ত ছাত্রীরা স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারছে। কারণ এখনকার মেয়েরা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন। তারা জানে নিজেদের অধিকার কীভাবে আদায় করতে হয়। মির্জা ফখরুলের উদ্দেশে এই নেত্রী আরো বলেন, আপনি নিজের মেয়ের বয়সী একজন মেয়েকে দেখে কীভাবে বলতে পারেন আপনি তাকে দেখে হিটেড হয়ে যান! এরকম একজন লোক দলের মহাসচিব কীভাবে হয় সেটাই আমাদের প্রশ্ন। কীভাবে কথা বলতে হয় আপনাকে শিখতে হবে। না পারলে নারী শিক্ষার্থীদের কাছ থেকে আপনি এসে শিখে যান কীভাবে কথা বলতে হয়, কোনো ভাষায় প্রতিবাদ জানাতে হয়। আপনাকে অবশ্যই সংবাদ সম্মেলনে নারী সমাজের কাছে ক্ষমা চাইতে হবে। না হলে আগামী জাতীয় নির্বাচনে ভোট যুদ্ধের মাধ্যমে আমরা দেখিয়ে দিবো আমাদের ক্ষমতা কতটুকু। আপনি যতদিন পর্যন্ত ক্ষমা না চাইবেন ততদিন আমারা আমাদের প্রতিবাদ চালিয়ে যাবো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাল্গুনী বলেন, বিএনপি মহাসচিব যে বক্তব্য দিয়েছেন, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি আসলে নারী জাতিকে সম্মান দিতেই শিখেননি। তার পূর্বসুরিরাও তা দিতে পারেননি, তিনিও দিতে পারছেন না এবং তার উত্তরসুরিরাও দিতে পারবেন না। দেশরত্ন শেখ হাসিনা যখন নারীর সমতা আনয়নের জন্য ব্যাপক ভূমিকা পালন করছেন, তখন একটি পার্টির মহাসচিব হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নারীদের জন্য কী অবদান রাখছেন সেটাই বোধগম্য নয়। উল্লেখ্য, গত ৮ জুলাই ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ঢাকার চিফ হিট অফিসারের ব্যাপারে বলেন, বিদেশ থেকে ছেলে মেয়ে নিয়ে এসে সিটি করপোরেশনে নিয়োগ দেয়, নাম দেয় হিট অফিসার। তো আমরা তো এখন হিটেড হয়ে গেলাম। চিকুন গুনিয়া, ডেঙ্গু, করোনায় স্বাস্থ্যসেবা না পেয়ে পেয়ে আমরা তো এখন হিটেড, বুটেড হয়ে গেলাম।

ঢাবিতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত : ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকাল বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের উদ্যোগে ‘আনলিসিং দ্য পাওয়ার অব জেন্ডার ইকুয়ালিটি : আপলিফটিং দ্য ভয়েসেস অব উইমেন অ্যান্ড গার্লস টু আনলক আওয়ার ওয়ার্ল্ডস ইনফিনিট পসিবিলিটিস’ শীর্ষক এক সেমিনার অধ্যাপক মুজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত