বাঁশখালীতে ছুরিকাঘাতে বৃদ্ধা নিহত
প্রকাশ : ১২ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা বাজারে কথা কাটাকাটির জের ধরে ছুরিকাঘাতে নিহত হয়েছেন বজরুল হক (৬২)। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে। বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মো. কামাল উদ্দিন পিপিএম হত্যার সত্যতা নিশ্চিত করেছেন। ঘটনার পর পরেই ঘাতক নুরুল আজিজ সিকদারকে (৫০) আটক করে থানা পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল সকাল ১০টার দিকে গন্ডামারা বাজারের আবু ছৈয়দের হোটেল বসে চা খাচ্ছিলেন বদরুল হক। এই সময় ঘাতক নুরুল আজিজ সিকদার স্ব-উচ্চস্বরে ‘ইয়া মেরা নবী বলে চায়ের দোকানে প্রবেশ করেন। তখন সেখানে থাকা বজরুল হক তাকে লক্ষ্য করে ‘পুরান পাগলে ভাত ন পায়, নতুন পাগল উঠছো’ বলায় সে ক্ষিপ্ত হয়ে চায়ের দোকানের ছুরি নিয়ে বদরুলের বুকে আঘাত করে। এ সময় এ স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। বাঁশখালী থানার ওসি জানান, চায়ের দোকানে সামন্য কথা কাটাকাটি একপর্যায়ে ছুরিকাঘাতে এক বৃদ্ধাকে হত্যা করা হয়েছে। ঘাতক নুরুল আজিজকে আটক করা হয়েছে।