ঢাকা ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

বাসচাপায় ট্রাফিক সদস্য নিহত

বাসচাপায় ট্রাফিক সদস্য নিহত

চট্টগ্রামের পাঁচলাইশ থানার দুই নম্বর গেট এলাকায় ট্রাফিক বক্সের সামনে কর্মরত অবস্থায় বাসচাপায় মো. নুরুল করিম (৪৭) নামে এক ট্রাফিক পুলিশ নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মো. নুরুল করিম টাঙ্গাইল জেলার গোপালপুর থানার ঝাওয়াইল উত্তরপাড়ার মো. শামছুল হকের ছেলে।

তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক উত্তর বিভাগে কর্মরত ছিলেন। নিহতের বিষয়টি নিশ্চিত করেন পাঁচলাইশ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক।

ঘটনার প্রত্যক্ষদর্শী আরিফ বলেন, ট্রাফিক ডিউটি চলাকালীন ১০ নম্বর সিটি বাসের চাপায় পড়ে মো. নুরুল করিম গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দুই নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত