ঢাকা ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

নির্মাণাধীন ভবনে ক্রেনের রশি ছিঁড়ে দুই শ্রমিকের মৃত্যু

নির্মাণাধীন ভবনে ক্রেনের রশি ছিঁড়ে দুই শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জে নির্মাণাধীন ভবনে ক্রেনে মালামাল তোলার সময় রশি ছিঁড়ে লিফট চাপায় দুই শ্রমিক নিহত হয়েছেন। গতকাল দুপুরে ফতুল্লা থানাধীন জালকুড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার চাঁনপুরের চনবাড়ি গ্রামের মো. আব্দুর রউফের ছেলে শহিদ (২৭) ও নারায়ণগঞ্জের সোনরাগাঁ উপজেলার বিহাকৈর গ্রামের মো. শাহজাহানের ছেলে মো. তোবারক (৫০)। খোঁজ নিয়ে জানা গেছে, জালকুড়ি বাসস্ট্যান্ড এলাকায় বিজিবি ৬২ ব্যাটালিয়নের আওতায় নির্মাণাধীন সীমান্ত টাওয়ারে দিনমজুরের কাজ করতেন শহিদ ও তোবারক। আজ দুপুরে ক্রেনের মাধ্যমে ওই ভবনে লিফট উঠানোর সময় ক্রেনের রশি ছিঁড়ে লিফটের নিচে চাপা পড়েন তারা। ঘটনাস্থলেই মারা যান তোবারক। গুরুতর আহত অবস্থায় শহীদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সোয়া ৪টার দিকে তার মৃত্যু হয়। সীমান্ত টাওয়ারের ঠিকাদারি প্রতিষ্ঠান শেলটেক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কন্সট্রাকশন লিমিটেডের নির্মাণসামগ্রী উঠানোর (ক্রেন) উপঠিকাদার আনোয়ার হোসেন বলেন, আজকে এই ভবনের লিফট উঠানো হচ্ছিল। নবম তলার একটি লিফট উঠানোর সময় হঠাৎ ক্রেনের রশি ছিঁড়ে গেলে তার নিচে চাপা পড়েন শহীদ ও তোবারক।

ঘটনাস্থলেই তোবারকের মৃত্যু হয়। শুনেছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিকালে শহীদ মারা গেছেন। এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। এ বিষয়ে ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তোবারকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়া মরদেহ নেওয়ার দাবি করেছেন। নিহত অপর শ্রমিকের মরদেহ ঢাকা মেডিকেলে রয়েছে। তদন্তসাপেক্ষে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত