ঢাকা ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

চট্টগ্রামে ৫০ হাজার ইয়াবাসহ ট্রাক চালক গ্রেপ্তার

চট্টগ্রামে ৫০ হাজার ইয়াবাসহ ট্রাক চালক গ্রেপ্তার

নগরীর কোতোয়ালি থানার মোড় এলাকা থেকে ৫০ হাজার ইয়াবাসহ ট্রাক চালক কালুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার দিবাগত রাত একটার দিকে ওমর আলী মার্কেটের আব্দুল মোমিনের চা-দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কালু (৪৬) কক্সবাজার জেলার টেকনাফ থানা এলাকার বাসিন্দা। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগের উপকমিশনার মোহাম্মদ আলী হোসেন বলেন, কোতোয়ালির মোড় ওমর আলী মার্কেটের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবাসহ মো. কালুকে গ্রেপ্তার করা হয়। পরিবহন কাজে ব্যবহৃত ট্রাকটিতে কোনো ধরনের মালামাল ছিল না, ট্রাক জব্দ করা হয়েছে। এ সময় ট্রাকে থাকা অন্য একজন পালিয়ে গেছেন। তিনি আরো বলেন, উদ্ধারকৃত ইয়াবাগুলো কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকার বিভিন্ন মাধ্যমে কম দামে সংগ্রহ করেছিল। বেশি দামে বিক্রয়ের উদ্দেশ্যে ট্রাকে করে চট্টগ্রামে নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত