সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর এলাকার কলেজ রোড এলাকায় একটি বাসার তৃতীয় তলা থেকে যুবতী সাদিয়া খাতুনের (২০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে তাড়াশ উপজেলার চৌপাকিয়া গ্রামের আব্দুল জব্বারের মেয়ে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। উল্লাপাড়া মডেল থানার ওসি নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, ওই যুবতী ৭ থেকে ৮ মাস ধরে ওই সড়কের ডা. লুৎফর রহমানের বাসার তৃতীয় তলায় ভাড়া থাকতো এবং একই এলাকার একটি বেসরকারি ক্লিনিকে চাকরি করতেন। গত বুধবার রাত ৩টার দিকে ওই রুমের ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। পুলিশ গতকাল দুপুরের দিকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা; সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।