ঢাকা ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু

সিরাজগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু

সিরাজগঞ্জের সলঙ্গা থানার আলোকদিয়া গ্রামে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো, ওই গ্রামের আবু শামীমের ছেলে আবু সিয়াম (৬) ও আবুল হাসেমের ছেলে আবু হুরায়রা (৭)। তারা সম্পর্কে চাচাতো ভাই। সলঙ্গা থানার ওসি এনামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ওই দুই শিশু বাড়ির আঙ্গিনায় খেলছিল। এ সময় সিয়ামের মা গরু চড়াতে মাঠে যায়। ওই দুই নিষ্পাপ শিশু তার সঙ্গে যায়। মাঠে গরু রেখে বাড়ি ফেরার সময় গরু ছুটে যায়। দুই শিশুকে বাড়ির রাস্তায় পাঠিয়ে দিয়ে সে খুঁজতে যায় এবং তারা বাড়ি ফেরার সময় আবু সিয়াম খালের পানিতে ডুবে যায়। তাকে বাঁচাতে চাচাতো ভাই আবু হুরায়রা খালে নেমে পানিতে ডুবে যায়। সন্ধ্যা ঘনিয়ে এলেও তাদের সন্ধান না পেয়ে পরিবারের লোকজন তাদের খুঁজতে থাকে এবং রাতে তাদের মরদেহ ওই খালের পানিতে ভেসে ওঠে। স্থানীয়রা তাদের ভাসমান মরদেহ উদ্ধার করে। তারা দুইজন পরিবারের একমাত্র সন্তান। পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন এবং কোনো অভিযোগ না থাকায় তাদের মরদেহ দাফনের নির্দেশ দেয়া হয়। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে এবং ওই দুই পরিবারে চলছে শোকের মাতম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত