মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে লাগাতার কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি বজলুর রহমান মিয়া। সংবাদ সম্মেলনে বজলুর রহমান মিয়া বলেন, মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ একটি সময়ের দাবি। এটি শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির একমাত্র উপায়। তিনি বলেন, সরকার দীর্ঘদিন ধরে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের কথা বলে আসছে, কিন্তু এখনো পর্যন্ত এটি বাস্তবায়িত হয়নি। এ কারণে শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হচ্ছে। বজলুর রহমান আরো বলেন, বাংলাদেশ শিক্ষক সমিতি মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে মানববন্ধন, স্কুলে ক্লাস বন্ধ রাখাসহ সমাবেশ এবং বিক্ষোভ মিছিলসহ লাগাতার কঠোর কর্মসূচি শুরু করা হবে। তিনি বলেন, সরকার যদি মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ না করে তাহলে শিক্ষক সমিতি আরো কঠোর কর্মসূচির ঘোষণা দেবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত সারা দেশে আজ থেকে বেসরকারি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে প্রেসক্লাবের সামনে লাগাতার সমাবেশ ও অবস্থান কর্মসূচি চলবে। সংবাদ সম্মেলনে বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শেখ কাওসার আহমেদসহ সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।