ঢাকা ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের সলংগা থানার সূত্রধরপাড়া গ্রামের যুবক বিজয়ের (২২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের বিশ্বনাথ সূত্রধরের ছেলে এবং দোকান ব্যবসায়ী। সলংগা থানার এসআই নাইমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি ওই যুবকের পরিবারের বরাত দিয়ে আলোকিত বাংলাদেশকে জানান বিজয় বেশ কিছুদিন ধরে বাবার কাছে একটি মটোরসাইকেল কিনে দেয়ার জন্য চাপ সৃষ্টি করে। কিন্তু তার বাবা আর্থিক সংকটের কারণে মটর সাইকেল কিনে দিতে অপারগতা প্রকাশ করে। এরই জের ধরে গত শুক্রবার রাতে ওই যুবক বাড়ির দোকান ঘরের তীরের সাথে গলায় দড়ি আত্মহত্যা করে। পুলিশ গতকাল দুপুরে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত