অশরীরী আত্মার সঙ্গে কথা বলার চেষ্টা শুধু যে সাধুরা করেন তা কিন্তু নয়। অনেকেই মনে মনে এই বাসনা পুষে রাখেন। এদিকে একদল শিক্ষার্থী অশরীরী আত্মার সঙ্গে সরাসরি কথা বলার পরিকল্পনা করছিল বেশ কিছু দিন ধরেই। কিন্তু সঠিক জায়গা আর অন্যান্য উপকরণের অভাবে বার বার পিছিয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত প্ল্যান চেট করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ল কলম্বিয়ার একটি স্কুলের প্রায় ২৮ জন পড়ুয়া। প্রত্যেককে স্থানীয় মিউনিসিপ্যালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সামনে থেকে ভূত দেখার শখ। তাই ক্লাসের বন্ধুরা মিলে প্ল্যান চেট করার সিদ্ধান্ত নিয়েছিল। সেই মতো ক্লাসের শেষে স্কুলের ছাদের ঘরে উপস্থিত হয় প্রত্যেকে। উপকরণ বলতে কয়েকটি মোমবাতি আর ‘ওউজা বোর্ড’। ১৮৮৬ সালে আমেরিকায় প্ল্যান চেট করার জন্য এটি তৈরি হয়। এই বোর্ডটি কাজে লাগিয়েই নাকি অশরীরীদের সঙ্গে যোগাযোগ করা যায়। তেমনই কিছু করতে গিয়ে উদ্বেগ এবং তীব্র উত্তেজনা সামলাতে না পেরে অসুস্থ হয়ে পড়ে ছাত্রীরা, বলেই প্রাথমিক অনুমান। অজ্ঞান হয়ে যায় সবাই। ঘটনাটি স্কুল কর্তৃপক্ষের নজরে আসতেই তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের। খবর দেওয়া হয় অভিভাবকদেরও। প্ল্যান চেটের বিষয়টি পড়ুয়াদের অভিভাবকরা জানতেন না। ফলে হঠাৎ করে এমন খবরে আতঙ্কিত হয়ে পড়েন তারা। অসুস্থ হয়ে পড়ার কোনো কারণই খুঁজে পাচ্ছিলেন না তারা। কারণ, স্কুলে আসার আগে সবাই ঠিক করে খাওয়া-দাওয়া করে এসেছে। হাসপাতালে আসার পর মূল ঘটনা জানতে পারেন পড়ুয়াদের বাবা-মায়েরা। স্কুলে কীভাবে এমন একটি ঘটনা ঘটল, তা নিয়েও স্কুল কর্তৃপক্ষের কাছে জবাব চেয়েছেন তারা। এখনো পর্যন্ত অবশ্য পুরো ঘটনা নিয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি স্কুলের পক্ষে।