ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ব্রহ্মপুত্র নদে বাড়ছে পানি

সাত শতাধিক পরিবারের ভিটে-মাটি নদীগর্ভে

সাত শতাধিক পরিবারের ভিটে-মাটি নদীগর্ভে

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েক দিনের টানা বর্ষণে কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পাচ্ছে। বড় ধরনের বন্যার আতঙ্ক ছড়িয়ে পড়ছে সর্বত্র। এরইমধ্যে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানি ঢুকছে নতুন নতুন এলাকায়। পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে উপজেলার বিভিন্ন ইউনিয়নে নদীভাঙন দেখা দিয়েছে। এরইমধ্যে প্রায় ৭ শতাধিক পরিবার নদীভাঙনের শিকার হয়ে সর্বশান্ত হয়েছে। নদীভাঙনের মুখে রয়েছে দুটি আশ্রায়ণ প্রকল্প, কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানসহ বেশ কয়েকটি গ্রাম। উপজেলার নয়ারহাট ইউনিয়নের বাতাসু কাজলডাঙ্গা, নাইয়ারচর, উত্তর খাউরিয়ার চর, দক্ষিণ খাউরিয়ার চর এলাকাসমুহের প্রায় ৫ শতাধিক মানুষ, অষ্টমীরচর ইউনিয়নের খোর্দ বাঁশপাতার, খারুভাজ, খামার বাঁশপাতার, ছালিপাড়া, চরমুদাফৎ কালিকাপুর ও নটারকান্দি এলাকাসমূহের প্রায় ১ হাজার মানুষ, রানীগঞ্জ ইউনিয়নের প্রায় ৫ শতাধিক মানুষ, রমনা ইউনিয়নের উত্তর রমনা, টোনগ্রাম, গুড়াতিপাড়া, ব্যাপারীপাড়া, মাঝিপাড়া, ঝালোপাড়া, হরিণের বন্দ, নালারপাড় এলাকাসমূহের প্রায় ২ হাজার মানুষ এবং চিলমারী ইউনিয়নের বৈলমনদিয়ারখাতা, কড়াইবরিশাল, মনতোলা, শাখাহাতি এলাকাসমুহের ১ হাজার মানুষসহ প্রায় ৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। অপরদিকে নদীতে পানি বৃদ্ধির কারণে নয়ারহাট ইউনিয়নের উত্তর খাউরিয়ারচর, দক্ষিণ খাউরিয়ারচর, বাতাসু কাজলডাঙ্গা, বজরাদিয়ারখাতা এবং খেরুয়ারচর এলাকাসমূহে নদীভাঙ্গন দেখা দিয়েছে। এরইমধ্যে ইউনিয়নটির ৪০৩টি পরিবারসহ গোটা উপজেলায় অন্তত ৭০০ পরিবার নদীগর্ভে বাস্তু ভিটে হারিয়েছে মর্মে জানা গেছে। এছাড়াও শত শত একর আবাদি জমি ক্রমাগত নদীভাঙনের শিকার হচ্ছে। ভাঙনের হুমকির মুখে রয়েছে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের চর বড়ভিটাসহ পাঁচটি গ্রাম, আশ্রয়ণ প্রকল্প, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বেশ কিছু স্থাপনা ও আবাদি জমি।

পাউবো জানায়, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের চিলমারী পয়েন্টে পানি ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুর রহমান বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবসময় বন্যা পরিস্থিতির খোঁজখবর রাখা হচ্ছে। পানিবন্দি পরিবারের তালিকা করার জন্য চেয়ারম্যানদের বলা হয়েছে।

বন্যার্তদের মাঝে ডিসির চাল বিতরণ: কুড়িগ্রামের চিলমারীতে শতাধিক বন্যার্তদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। গত শনিবার বেলা ১১টার দিকে উপজেলার বন্যাকবলিত এলাকা নয়ারহাট ইউনিয়নে ত্রাণ সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. রেজাউল করিম লিচু, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ হারেছুল ইসলাম, নয়ারহাট ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, রানীগঞ্জ ইউপি চেয়ারম্যান মন্জুরুল ইসলাম মঞ্জু প্রমুখ। জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানান, পর্যাপ্ত পরিমাণে খাবার মজুদ রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত