ঢাকা ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

নিখোঁজের ২ ঘণ্টা পর কর্ণফুলী থেকে মরদেহ উদ্ধার

নিখোঁজের ২ ঘণ্টা পর কর্ণফুলী থেকে মরদেহ উদ্ধার

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পূর্ব সরফভাটা ৮ নম্বর ওয়ার্ডের কাজীর বাজার চিতাখোলার পাশে কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের ২ ঘণ্টা পর মাওলানা এমদাদুল্লাহ (৬০) এর মরদেহ উদ্ধার করে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস। তিনি একই এলাকার সাবেক মেম্বার মাওলানা ফয়জুল্লা বড়ভাই।

গতকাল রোববার প্রতিদিনের ন্যায় তিনি কর্ণফুলীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিস এসে খোঁজাখুঁজির ২ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, সংবাদ পেয়ে দ্রুত আমরা ঘটনাস্থলে পৌঁছাই এবং ২ ঘণ্টা চেষ্টা করে আমরা নিখোঁজ ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করি। মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত