ঢাকা ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

ব্যবসায়ীর বিরুদ্ধে চেক জালিয়াতির মামলা

ব্যবসায়ীর বিরুদ্ধে চেক জালিয়াতির মামলা

ময়মনসিংহে পাওনা টাকা না দেওয়ায় ব্যবসায়ী রেজাউল করিম রেজার (৪৫) বিরুদ্ধে আদালতে মামলা করেছেন সাংবাদিক মাসুদ রানা। এ নিয়ে পক্ষে-বিপক্ষে মামলা দায়ের হয়েছে। ভুক্তভোগী সাংবাদিক মাসুদ রানা জানান, ব্যবসায়িক সম্পর্কে ২০১৯ সালের ১ ডিসেম্বর ব্যবসায়ী রেজাউল করিম রেজা তার ব্যবসার প্রয়োজনে আমার কাছ থেকে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে ৫৭ লাখ ৭৫ হাজার টাকা ধার বাবদ নেন। কিন্তু নির্ধারিত সময়ে ওই টাকা পরিশোধ না করে ব্যবসায়ী রেজাউল করিম টালবাহানা করতে থাকেন। এ নিয়ে একাধিকবার শালিস-বৈঠক হলে পাওনা টাকা বাবদ ৫৭ লাখ ৭৫ হাজার টাকার একটি চেক দেন। কিন্তু এরপরও ব্যবসায়ী রেজাউল করিম টাকা না দেওয়ায় চলতি বছরের ১১ জুন ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলি আদালতে চেক প্রতারণা মামলা দায়ের করে সাংবাদিক মাসুদ রানা।

পরে আদালত আমলে নিয়ে সমন জারি করে। এতে ক্ষুব্ধ ব্যবসায়িক রেজাউল করিম রেজা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের মিথ্যা, বানোয়াট ও ভিত্তীহীন প্রপাগা-া প্রচার করছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী সাংবাদিক। ভুক্তভোগী আরো জানান, ব্যবসায়িক সম্পর্কে রেজাউল করিম রেজার সঙ্গে আমার লেনদেন থাকায় আমার কাছেও তার ১৭ লাখ টাকা পাওনা রয়েছে। তবে একাধিক শালিস-বৈঠকে তার টাকা আমার পাওনা টাকা থেকে কেটে নেওয়ার কথা বলা হলেও সে তা করছে না। উল্টো সে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে প্রোপাগা-া ছড়াচ্ছে।

এ বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও রেজাউল করিম রেজার বক্তব্য জানা যায়নি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত