ঢাকা ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

রূপগঞ্জে ৩২ কেজি গাঁজাসহ তিন কারবারি গ্রেপ্তার

রূপগঞ্জে ৩২ কেজি গাঁজাসহ তিন কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ৩২ কেজি গাঁজাসহ তিন মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

গত রোববার রূপগঞ্জের ভুলতা সাকিনস্থ নিউজিল্যান্ড ডেইলী ফ্যাক্টরির সামনে সিলেট-ঢাকাগামী মহাসড়কের উপর চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত নছিমনটি জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার কুইয়াপানিয়া উত্তরপাড়া এলাকার মৃত নজরুল ইসলাম নজুর ছেলে শফিক মিয়া (২৫), একই থানার ধর্মপুর পূর্বপাড়া এলাকার হাসান পাঠানের ছেলে ড্রাইভার মো. আরিফ পাঠান (২৪) ও একই এলাকার মো. ইয়াছিনের ছেলে মো. রমজান (২৩)। গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১-এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক সিনিয়র এএসপি নিশাত তাবাসসুম এ তথ্য জানান। র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদককারবারি। তারা নছিমনের চালক ও হেলপারের ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন সময়ে অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা পরিবহন করে বিক্রয় ও সরবরাহ করে আসছিল। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী সময়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত