গোপালগঞ্জে ৩ কেজি গাঁজা ও ২০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মিঠুন তালুকদার (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তারকৃত মিঠুন তালুকদার কোটালীপাড়া উপজেলার রাজাপুর গ্রামের নীলকান্ত তালুকদারের ছেলে।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক কাজী কামরুজ্জামানের নেতৃত্বে একটি টিম কোটালীপাড়া উপজেলার রাজাপুর গ্রামে মিঠুন তালুকদারের বাড়িতে অভিযান চালিয়ে এসব মাদকসহ তাকে গ্রেপ্তার করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখার মোহাম্মদ উমায়ের বলেন, গ্রেপ্তারকৃত মিঠুন দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের কারবার করে আসছিল। গোপান সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে মাদকসহ গ্রেপ্তার করা হয়। পরে পরিদর্শক কাজী কামরুজ্জামান বাদী হয়ে কোটালীপাড়া থানায় মিঠুনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক কাজী কামরুজ্জামান বলেন, গতকাল দুপুরে কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলামের নেতৃত্বে চিত্রপাড়া গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১০০ গ্রাম গাঁজাসহ ওই গ্রামের আবুল হোসেন মিয়ার ছেলে স্বপন হোসেন মিয়াকে (৪৬) আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে স্বপন হোসেন মিয়াকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অনাদায় তাকে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদানের আদেশ দেন ওই ম্যাজিস্ট্রেট। দুপুরের তাকে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওই কর্মকর্তা।