ঢাকা ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

চলন্ত সিমেন্টবোঝাই ট্রাকে বাসের ধাক্কায় দুজন নিহত

চলন্ত সিমেন্টবোঝাই ট্রাকে বাসের ধাক্কায় দুজন নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় চলন্ত সিমেন্ট বোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী বাস। এতে বাসের যাত্রীসহ দু’জন নিহত ও চালকসহ তিনজন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে মহাসড়কের চকরিয়া উপজেলার উত্তর হারবাং আজিজনগর দরগাহগেট এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার নাসিরাবাদ এলাকার জামাল হোসেনের ছেলে টিপু সোলতান (২২), যশোর জেলার শার্শা উপজেলার সুবর্ণখালী এলাকার মো. আবু হাসানের ছেলে তালহা জোবায়ের সাজিদ (২১)। এ ঘটনায় আহতদের পরিচয় নিশ্চিত করতে না পারলেও তাদের উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ খোকন কান্তি রুদ্র।

তিনি বলেন, সকালে কক্সবাজারের দিকে যাচ্ছিল সিমেন্ট বোঝাই ট্রাক ও যাত্রীবাহী একটি বাস। গাড়ি দুটি উত্তর হারবাং এলাকায় পৌঁছলে ট্রাকের পেছনে ধাক্কা দেয় বাসটি। এতে বাসে থাকা দু’জন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছে। ইনচার্জ খোকন কান্তি রুদ্র বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত