সিরাজগঞ্জ প্রেসক্লাবের বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার ও অবিলম্বে প্রেসক্লাবের নির্বাচনের ব্যবস্থা করার দাবিতে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল দুপুরে প্রেসক্লাব চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলের আগে প্রেসক্লাবের আহবায়ক আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে এক সমাবেশে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সংগ্রামী নেতা হেলাল উদ্দিন, হারুন-অর-রশিদ খান হাসান, বাবু ইসলাম, এসএম তফিজ উদ্দিন, শহিদুল ইসলাম ফিলিপস, ইসরাইল হোসেন বাবু, ফজল-এ-খোদা লিটন প্রমূখ। বক্তারা বলেন, একটি দুষ্টচক্র মহল প্রেসক্লাবের নির্বাচন বন্ধ করতে দুই দফায় মামলা করেছে। তারা বলেন, আজকে সিরাজগঞ্জের সাংবাদিকরা এক হয়েছেন। আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে এ সময় উপস্থিত ছিলেন রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি কেএম রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোনায়েম খান, কাজিপুর প্রেসক্লাবের সভাপতি টিএম কামাল, সহ-সভাপতি আব্দুস সোবহান, শফিকুল ইসলাম, কোরবান আলী এবং জহুরুল ইসলাম, আব্দুল মতিন, আলমগীর হোসেন ও রুবেল সরকারসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিক।