ঢাকা ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

সীতাকুণ্ডে চলন্ত ট্রেনের সঙ্গে সেলফি তুলতে গিয়ে যুবকের মৃত্যু

সীতাকুণ্ডে চলন্ত ট্রেনের সঙ্গে সেলফি তুলতে গিয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে রেললাইনে দাঁড়িয়ে চলন্ত ট্রেনের সঙ্গে সেলফি তুলতে গিয়ে রুহুল আমিন হোসেন (৩৫) নামের এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। গত বুধবার সকাল ১১টায় উপজেলার ভাটিয়ারী স্টেশনের কাছে এ ঘটনা ঘটেছে। ট্রেনে কাটা নিহত রুহুল আমিন ভোলা জেলার লাল মোহন থানার বদরপুর গ্রামের কারিগর বাড়ির মো. বিল্লাল হোসেন কারিগরের ছেলে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রুহুল আমিন কয়েকজনকে সঙ্গে নিয়ে রেললাইন দিয়ে হাঁটছিলেন, এমন সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি তাদের কাছাকাছি আসার পর লাইনে দাঁড়িয়েই সে সেলফি তুলতে চেয়েছিল, মুহূর্তে ট্রেনটি তাকে ধাক্কা দিয়ে ছিটকে ফেলে দেয়, এতে সে ঘটনাস্থলেই মারা যায়। চট্টগ্রাম রেলওয়ে থানার এসআই সালাউদ্দিন নোমান জানিয়েছেন, ভাটিয়ারী স্টেশনের কাছে খাদেমপাড়া এলাকায় এক ব্যক্তির মৃতদেহ রেললাইনের পাশে পড়ে আছে, খবর পেয়ে গত বুধবার বিকালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত