ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

থ্রেডেও স্প্যাম বটের ঝামেলা

থ্রেডেও স্প্যাম বটের ঝামেলা

টুইটারের নতুন প্রতিদ্বন্দ্বী সম্প্রতি একটি থ্রেড পোস্টের মাধ্যমে জানায় স্প্যাম বটের দৌরাত্ম্য ঠেকাতে তাদের রেয়ার লিমিট দিতে হচ্ছে। আর এই ঘটনা দেখে ইলন মাস্ক যে খুশি তা তার টুইট দেখেই বোঝা যাবে। ১০০ মিলিয়ন ছাড়াল থ্রেডের ব্যবহারকারী। গত মাসেই টুইটার ব্যবহারকারীরা কতগুলো টুইট দেখতে পারবে তার সীমাবদ্ধতা বেঁধে দিয়েছিল। তখন ব্যবহারকারীরা ভয়ানক খেপে গেলে ইলন মাস্ক পরিস্থিতি বোঝাতে জানান, টুইটারে প্রচুর ডাটা স্ক্র্যাপিং হচ্ছে।

বিভিন্ন প্রতিষ্ঠানের ডাটা ভয়াবহভাবে স্ক্র্যাপ করে সিস্টেম ম্যানিপুলেশনের কারণেই এই সীমাবদ্ধতা দেওয়া হয়। প্রথমে মাস্ক ভ্যারিফায়েড ইউজারদের ৬০০০ পোস্ট, আনভেরিফায়েড ব্যবহারকারীদের ৬০০ পোস্ট দেখার সুযোগ দেন। কিন্তু ব্যবহারকারীরা খেপে গেলে তিনি ভ্যারিফায়েড ব্যবহারকারীদের ১০ হাজার পোস্ট, আনভ্যারিফায়েড অ্যাকাউন্টে ১০০০ পোস্ট ও নতুন আনভ্যারিফায়েড অ্যাকাউন্টে ৫০০ পোস্ট দেখার সুযোগ দেন মাত্র। মাস্ক অবশ্য ভ্যারিফায়েড ব্যবহারকারীদের লিমিট ৫০ শতাংশ বাড়ানোর প্রতিশ্রুতি দেন। অর্থাৎ এখন ১৫০০০ টুইট দেখা যাবে।

টুইটারের এ সিদ্ধান্ত নিয়ে তখন হইচই হয়। এবার তো মেটাও এই সমস্যায় পড়েছে। তবে তারা টুইটারের মতো অত জটিল ও কঠিন পথে হাঁটবে না। উলটো তারা বলেছে এই সমস্যা হলে সবাই যেন তাদের জানায়। অবশ্য অনেকেই ইতোমধ্যে স্প্যাম বটের কমেন্ট নিয়ে অভিযোগ করেই চলেছেন। অনেকে তো জানিয়েছেন অর্ধেক পোস্টেই স্প্যামবটের উত্তর। কেউ কেউ তো অভিযোগ করছেন, অর্ধেক সময়ই তাদের বট ব্লক করে কিংবা ক্রিপ্টো সাইটের বিজ্ঞাপন সরাতেই কাটাচ্ছেন। এই সমস্যা মেটাতে না পারলে টুইটারের পথেই যেতে হবে থ্রেডকে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত