ঢাকা ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

সুসংবাদ প্রতিদিন

কুমিল্লায় জনপ্রিয় হচ্ছে কচুরফুল

কুমিল্লায় জনপ্রিয় হচ্ছে কচুরফুল

কুমিল্লা জেলার বরুড়া উপজেলার বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে কচুরফুল। কৃষকরা এখন জমি থেকে কচুরফুল সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন। দিন দিন এ ফুল মানুষের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। জানা গেছে, বর্ষাকালে কচুরফুল ফুটে। প্রতি কেজি কচুরফুল বিক্রি হচ্ছে ৩০ টাকা থেকে ৪০ টাকায়। এতে বাজারে দাম ভালো পাওয়ায় কৃষকদের বাড়তি আয় হচ্ছে। কৃষক কামাল হোসেন জানান, কচু চাষে কৃষকরা দারুণভাবে লাভবান হচ্ছেন। কচু চাষ করে প্রথমে লতি বিক্রি করছে। ২য় ধাপে কচুরফুল বিক্রি করছে। ৩য় ধাপে কচু বিক্রি করেও কৃষকরা লাভবান হচ্ছেন। কচুরফুলও মানুষের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছে। বাজারে এর দামও অনেক ভালো। এতে করে কৃষকরা অনেক লাভবান হচ্ছেন। এ বিষয়ে বরুড়া উপজেলা কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, কচুরফুলে গুণাগুণ অনেক রয়েছে। বরুড়ায় ব্যাপক হারে কচুর চাষ হয়। বরুড়ার কচুর লতি দেশের গন্ডি ছাড়িয়ে মধ্যপ্রাচ্যের অনেক দেশে যায়। কচুরফুলও জনপ্রিয় হয়ে উঠছে। আশা করছি এটিও খুব দ্রুত দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশেও জনপ্রিয় হয়ে উঠবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত