ঢাকা ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

চট্টগ্রামের হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ড

চট্টগ্রামের হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ড

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেহপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক পরিবারের সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শুক্রবার ভোর সোয়া ৪টার দিকে ৮নং ওয়ার্ডের চৌধুরীপাড়া মানিক চৌধুরীর বাড়ির জোস মোহাম্মদ প্রকাশ জুনুর ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় টিনসেডে ওই ঘরের আসবাবপত্রসহ ওই পরিবারের দুটি পাসপোর্ট, ওই জায়গার দলিল, চারটি আইডি কার্ড, চারজনের এসএসসি, এইচএসসি ও বিএ পরীক্ষার মূল সার্টিফিকেট, কয়েকটি ব্যাংকের চেক বই পুড়ে যায়। ঘটনার খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ঘটনার সূত্রপাত জানাতে পারেনি। ক্ষতিগ্রস্ত ঘরে কোনো চুলা এবং বিদ্যুতের সংযোগ ছিল না। অগ্নিকাণ্ডের সময় ঘরে থাকা জুনু নামে একজন অগ্নিদগ্ধ হয়। তাকে উদ্ধার করে চমকে পাঠানো হয়েছে। জুনুর পুত্র এমদাদ বলেন, ধারণা করা হচ্ছে কেউ ঘরে আগুন লাগিয়ে দিয়েছে। পার্শ্ববর্তী কিছু লোকের সঙ্গে দীর্ঘদিন ধরে জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ নিয়ে মামলাও চলমান। এদিকে হাটহাজারী মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় এসআই মো. হারুন বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত