ঢাকা ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

রাজধানীতে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

রাজধানীতে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

রাজধানীর শাহজাহানপুরে কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের এক নেত্রীর স্বামী ছাত্রলীগের সাবেক নেতাকে অলিউল্লাহ রুবেলকে (৩৬) মধ্যরাতে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সে শাহজাহানপুর থানা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক ছিলেন এবং ঢাকা মহানগর দক্ষিণের ১২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন। এ ঘটনায় নিহত অলিউল্লাহ রুবেলের স্ত্রী তানজিনা দেওয়ান বাদী হয়ে শাহজাহানপুর থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। তানজিনা কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য বলে জানা গেছে। শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুকুল আলম হত্যা ও মামলার তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও পরিবার জানিয়েছে, গত বৃহস্পতিবার রাত সোয়া ১টার দিকে শাহজাহানপুরের গুলবাগে অলিউল্লাহকে কুপিয়ে হত্যা করা হয়। নিহতের স্বজনরা আরো জানান, অলিউল্লাহ শাহজাহানপুর থানা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি যুবলীগের রাজনীতি করতেন। কিন্তু কোনো পদে ছিলেন না। ব্যবসা করতেন, পাশাপাশি রাজনীতিও করতেন। তার স্ত্রী তানজিনা কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য।

জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাতে অলিউল্লাহ শাহজাহানপুরের শান্তিবাগ এলাকায় নিজের বাসায় ফিরছিলেন। এ সময় শাহজাহানপুরের গুলবাগ জোয়ারদার লেনে এলে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে রক্তাক্ত অবস্থায় রাস্তার ওপর ফেলে রেখে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে পঙ্গু হাসপাতাল এবং সবশেষ ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শাহজাহানপুর থানার ওসি ফারুকুল আলম বলেন, অলিউল্লাহর শরীরে ধারালো অস্ত্রের আঘাত ছিল। কারা, কী কারণে হত্যা করেছে তা তদন্ত করা হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত