ঢাকা ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

রাজধানীতে তারুণ্যের সমাবেশ

ঢাকায় বিএনপির মহাসমাবেশ ২৭ জুলাই

ঢাকায় বিএনপির মহাসমাবেশ ২৭ জুলাই

আগামী ২৭ জুলাই ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি। গতকাল শনিবার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তারুণ্যের সমাবেশ থেকে সরকারের পদত্যাগ, নির্বাচন কমিশন পুনর্গঠন, বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দিদের মুক্তিসহ যুগপৎভাবে এক দফা দাবিতে পরবর্তী কর্মসূচি হিসেবে আগামী ২৭ জুলাই ঢাকায় মহাসমাবেশ কর্মসূচি পালিত হবে বলে ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে ও যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের পরিচালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার আবারো নীল নকশার নির্বাচন করতে চাচ্ছে। শেখ হাসিনাকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারুণ্যের সমাবেশের মাধ্যমে আমাদের আত্মবিশ্বাস বেড়েছে। বিএনপি মহাসচিব বলেন, আর সময় নেই। আমরা নির্বাচন চাই তবে সেটা নিরপেক্ষ সরকারের অধীনে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত