ঢাকা ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় দুই ভাই নিহত

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় দুই ভাই নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বহরপুর গ্রামের ২ ভাই সড়ক দূর্ঘটনায় নিহত হওয়ায় এলাকায় শোকের মাতম চলছে। ছোট ভাইকে ওমানে যাওয়ার জন্য ঢাকা বিমান বন্দরে পৌঁছে দিয়ে সীতাকুণ্ডের বাড়ীতে ফেরার পথে কুমিল্লার চান্দিনায় কুডুম্বপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। সীতাকুণ্ড বহরপুর গ্রামের বাসিন্দা আবুল খায়ের জানিয়েছেন,বহরপুর গ্রামের জোনাব আলী ড্রাইভার ওরফে খোকন ড্রাইভারের ছোট ছেলে টিটুকে ওমান যাওয়ার জন্য বিমানে তুলে দিতে গত বৃহষ্পতিবার রাতে দুই ভাই আজিজুল হক রিটন( ৩২) ও রবিউল হক রাজু (২৫) সহ রওয়ানা দেন । ছোট ভাই টিটুকে বিমান বন্দরে পৌঁছে দিয়ে বড় দুই ভাই সীতাকুণ্ডের উদ্দেশ্যে যাত্রা করেন। তাদের গাড়ীটি কুমিল্লা চান্দিনা থানার কুডুম্বপুর এলাকা পৌঁছলে একটি কাভার্ডভ্যানের সাথে সংঘর্ষে দুই ভাই নিহত হয়।

ইলিয়েটগঞ্জ হাইওয়ে থানার ইন্চার্জ ইন্সপেক্টর ওবায়দুল হক জানান , গত শুক্রবার ভোরবেলায় কুডুম্বপুর এলাকায় দূর্ঘটনার খবর পেয়ে টহল পুলিশ পাঠানো হয়। দূর্ঘটনায় দুই ভাই নিহত হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষ করে তাদের আত্মীয়দের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত