ঢাকা ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

টেকনাফে অস্ত্রসহ অপহরণ চক্রের দুই রোহিঙ্গা গ্রেপ্তার

টেকনাফে অস্ত্রসহ অপহরণ চক্রের দুই রোহিঙ্গা গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহৃত এনজিওকর্মী ও এক রোহিঙ্গাকে জনতার সহায়তায় উদ্ধার করা হয়েছে। এ সময় অস্ত্রসহ অপহরণ চক্রের দুই রোহিঙ্গা সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার দুপুর ২টার পরে উপজেলার হ্নীলার জাদিমোরা শালবাগান ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহরণ করা হয় এই দুইজনকে। এরা হলেন- টেকনাফের হ্নীলার জাদিমোর এলাকার মৃত তজুর রহমানের ছেলে মোহাম্মদ হাসান (৫০) ও শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা হাকিম আলীর ছেলে সাইফুল ইসলাম (২০)। এর মধ্যে হাসান এনজিও ফোরাম নামের একটি সংস্থায় ক্যাম্পে পানি সরবরাহের কাজে নিয়োজিত কর্মী। এ ঘটনায় গ্রেপ্তাররা হলেন টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের সৈয়দ হোছনের ছেলে মো. সেলিম ওরফে ছলিম (৩৩) ও একই ক্যাম্পের রশিদ আহমদের ছেলে মো. জসিম (১৯)।

গুলি ছোড়ে। এ সময় পুলিশও অভিযানে এসে যোগ দেন।

টেকনাফ থানার ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, অপহরণের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পরে ওখানে অবস্থান নেয়া জনতাকে সাথে নিয়ে পাহাড় অভিযান শুরু করা হয়। এ সময় ১৮ থেকে ২০ জনের অপহরণকারীর দলটি দলছুট হয়ে পালানোর সময় পুলিশ ও স্থানীয় গ্রামবাসী দুইজনকে অস্ত্র ও গুলিসহ আটক করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত