ঢাকা ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

কুষ্টিয়ার মাদক সম্রাজ্ঞী কামিনী গাঁজাসহ আটক

কুষ্টিয়ার মাদক সম্রাজ্ঞী কামিনী গাঁজাসহ আটক

কুষ্টিয়ার কুখ্যাত মাদক সম্রাজ্ঞী কামিনীকে (৪৫) গাঁজাসহ আটক করেছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। গতকাল শনিবার দুপুরে শহরতলীর চৌড়হাস ফুলতলা মোড়ের মাদক ব্যবসায়ী কামিনীর মুদিখানার দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটককৃত মাদক কারবারি কামিনী কুষ্টিয়া চৌড়হাস ফুলতলা এলাকার মৃত আজাদের স্ত্রী। পুলিশ সুত্রে জানা যায়, কুষ্টিয়া মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমানের নেতৃত্বে মাদক সম্রাজ্ঞী কামিনীকে গাঁজাসহ আটক করা হয়। কামিনী কুষ্টিয়ায় ফেন্সি কুইন নামে পরিচিত। তার বিরুদ্ধে প্রায় ২১টির মতো মাদক মামলা রয়েছে। তার এই মাদকের কারণে যুবসমাজ ধ্বংসের দিকে ধাবিত হয়ে যাচ্ছে। কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান বলেন, মডেল থানা এলাকার একজন চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত কামিনী। তার বিরুদ্ধে ২০টির অধিক মাদক মামলা রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত