ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু

হাসপাতালে নতুন ভর্তি ২,২৯২
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জন মারা গেছেন। এরই মধ্যে আটজন ঢাকার এবং একজন ঢাকার বাইরের।

গতকাল ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ২ হাজার ২৯২ জন। এরই মধ্যে ঢাকা সিটিতে ১ হাজার ৬৪ এবং ঢাকা সিটির বাইরে বিভিন্ন হাসপাতালে ১ হাজার ২২৮ জন ভর্তি হয়েছে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ৭ হাজার ১৭৫ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকার ৫৩টি সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪ হাজার ১৪৯ এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ৩ হাজার ২৬ জন রোগী।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে ৩২ হাজার ৯৭৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ১৯ হাজার ৯৪৯ এবং ঢাকার বাইরে ১৩ হাজার ২৮ জন। এদিকে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে ১৭৬ জন মারা গেছেন। অন্যদিকে, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন ২৫ হাজার ৬২৬ জন। এর মধ্যে ঢাকায় ১৫ হাজার ৬৬১ এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে সুস্থ হয়েছেন ৯ হাজার ৯৬৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন ১ হাজার ৭৬৪ জন। এর মধ্যে ঢাকায় ৭৪৬ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে সুস্থ হয়েছেন ১ হাজার ১৮ জন।

এদিকে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ১১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৭১ ও বেসরকারি হাসপাতালে ৪০ জন। তবে কোনো রোগীর মৃত্যু হয়নি। জেলা সিভিল সার্জন কার্যালয়ের ডেঙ্গু কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন ১১১ রোগী। সরকারি হাসপাতালের ৭১ রোগীর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৯৮ হাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ১৩, ফৌজদারহাট বিআইটিআইডি’তে ১৫, ইনফেকশাস ডিজিজেস হাসপাতালে ২ ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২ জন এবং বেসরকারি হাসপাতালে ৪০ জন। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ভর্তি ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৪ জন। এদের ১ হাজার ১৮৯ জন সরকারি হাসপাতালে এবং ৮৪৫ জন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। সরকারি-বেসরকারি মিলিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২৭১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৭৬৩ জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ২২ জন।

করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু : দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। এতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৬৮ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৬৩৮ জনের নমুনা পরীক্ষায় ৩৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ৫১৫ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছিল ২২ জনের। সংক্রমণ বেড়েছে ১ দশমিক ৩৭ শতাংশ। গত শনিবার শনাক্তের হার ছিল ৪ দশমিক ২৭ শতাংশ। গতকাল বেড়ে হয়েছে ৫ দশমিক ৬৪ শতাংশ। এতে বলা হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫৫ লাখ ১ হাজার ৩৩৩ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৪৩ হাজার ৯৭১ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ১৯ শতাংশ। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৭৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ২০ লাখ ১০ হাজার ৯৫০ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৮ শতাংশ। গত শনিবার ও সুস্থতার হার ছিল ৯৮ দশমিক ৩৮ শতাংশ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত