ঢাকা ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

নবজাতক দেখতে এসে বিদ্যুৎ স্পৃষ্টে বাবার মৃত্যু

নবজাতক দেখতে এসে বিদ্যুৎ স্পৃষ্টে বাবার মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার রূপপুর উড়িরচর মহল্লায় শ্বশুরবাড়িতে নবজাতককে দেখতে এসে বিদ্যুৎস্পৃষ্টে বাবা ফয়সালের (২৩) মৃত্যু হয়েছে। সে টাঙ্গাইলের মধূপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রায় ২ বছর আগে টাঙ্গাইলের মধূপুর গ্রামের আনোয়ারের ছেলে ফয়সালের সঙ্গে ওই মহল্লার মৃত মজনুর মেয়ে সুমির বিয়ে হয়। গত শনিবার সন্ধ্যায় ওই শ্বশুরবাড়ি মহল্লায় জামাই ফয়সাল তার নবজাতক শিশুকে দেখতে আসে। এ সময় সে ঘরের চালের উপর থেকে জাম্বুরা পাড়তে যায়। এক পর্যায়ে সে চালের উপর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের তাড়ে জড়িয়ে পড়ে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে এনায়েতপুর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শাহজাদপুর থানার ওসি নজরুল ইসলাম মৃধা বলেন, এ ঘটনাটি এখনো কেউ অবহিত করেনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত