ঢাকা ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

ইসলামী বিশ্ববিদ্যালয়

ফ্রান্সে উচ্চ শিক্ষা ও কাজের সুযোগবিষয়ক সেমিনার

ফ্রান্সে উচ্চ শিক্ষা ও কাজের সুযোগবিষয়ক সেমিনার

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ফ্রান্সে উচ্চ শিক্ষা ও কাজের সুযোগবিষয়ক এক উন্মুক্ত সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের হামিদুর রহমান মিলন আয়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। ইবি আইআইআর-এর পরিচালক অধ্যাপক ড. মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবি উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর আলমগীর হোসেন ভূঁইয়া।

বিশ্ববিদ্যালয়ের ফোকলোর স্টাডিজ বিভাগের অধ্যাপক মিঠুন মোস্তাফিজের সঞ্চালনায় অনুষ্ঠানের স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকাস্থ ফ্রান্স দূতাবাসের কালচারাল অ্যাটাচে ইউহান গিগারেল এবং ক্যাম্পাস ফ্রান্স বাংলাদেশ-এর অফিসার ইনচার্জ সায়েদা নাসিবা হোসেন। এ সময় তারা ফ্রান্সে উচ্চ শিক্ষা ও কাজের সুযোগ-সুবিধা নিয়ে কথা বলেন এবং শিক্ষার্থীদের উচ্চ শিক্ষাবিষয়ক বিভিন্ন প্রশ্ন উত্তর করেন।

এমন সেমিনার আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে ক্যাম্পাস ফ্রান্স বাংলাদেশ-এর অফিসার ইনচার্জ সায়েদা নাসিবা হোসেন বলেন, শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সঠিক প্রসেস এবং সুযোগ-সুবিধা সম্পর্কে সচেতন করা।

আমাদের দেশের বেশিরভাগ শিক্ষার্থীই জানে না যে, ফ্রান্স উচ্চশিক্ষার জন্য কি ধরনের সুযোগ-সুবিধা প্রদান করে থাকে। এছাড়াও সঠিক প্রসেস না জানার কারণে অনেক শিক্ষার্থীর উচ্চশিক্ষার স্বপ্ন থাকা সত্ত্বেও সুবিধা থেকে বঞ্চিত হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত