ঢাকা ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

চুয়েটে মশক নিধন সপ্তাহ শুরু

চুয়েটে মশক নিধন সপ্তাহ শুরু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ডেঙ্গু রোগ প্রতিরোধের বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও এডিস মশার উৎপত্তিস্থল ধ্বংস করতে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে মশক নিধন সপ্তাহ-২০২৩ শুরু হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন এলাকায় সপ্তাহব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এ সময় প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সুনীল ধর, পুরকৌশল অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আব্দুর রহমান ভূঁইয়া, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিন, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাছান, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম, নিরাপত্তা উপদেষ্টা অধ্যাপক ড. আশুতোষ সাহা-সহ বিভিন্ন পরিচালক, বিভাগীয় প্রধান, সেন্টার চেয়ারম্যান, অফিস প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী এক সপ্তাহব্যাপী ক্যাম্পাসজুড়ে মশক নিধন কর্মসূচি চলমান থাকবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত