নলতা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নলতা মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল রোববার বেলা ১১টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, সাবেক মন্ত্রী ও সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক। বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদ মেহেদী, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মামুন রহমান, কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক প. প. কর্মকর্তা ডা. আকছেদুর রহমান, উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমেদ, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আনিছুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন পাড়, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শিক্ষক গাজী মিজানুর রহমান, নিহত স্কুলছাত্র রাজপ্রতাপের জ্যাঠা দেবীরঞ্জন দাশ। এছাড়াও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ারুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে অভিভাবকের মধ্যে বক্তব্য রাখেন, শিরিনা বেগম, রফিকুল ইসলাম খোকন, হিরা রহমান, মুজিবর রহমান বাবলু, কমলা রানি বিশ্বাস, অনন্ত কুমার মণ্ডল, আনিছুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে অতি দ্রুত স্কুলে পাঠদানের ব্যবস্থা গ্রহণের দাবি জানান। সমাপনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, ম্যানেজিং কমিটি ও শিক্ষকদের সঙ্গে আলোচনা করে দ্রুত স্কুল খোলার ব্যবস্থা করা হবে।