অনলাইনে ভিডিও দেখে আয়

প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ঘরের বাইরে গিয়ে অনেকেরই কাজ করার সুযোগ হয়ে ওঠে না। এবার তাদের জন্যই এলো সুখবর। ঘরে বসেই ভিডিও দেখে অর্থ উপার্জন করা যাবে। আপনি যখন যেখানেই থাকেন না কেন সেখানে বসেই শুধু স্মার্টফোন এবং ইন্টারনেট কানেকশন থাকলেই হবে। ইন্টারনেটে এমন অনেক ওয়েবসাইট আছে, যারা আপনাকে ভিডিও দেখা, সার্ভে করার জন্যই টাকা বা গিফট কার্ড দেবে। শুধুমাত্র স্মার্টফোন বা ল্যাপটপের সাহায্যে সহজেই ভিডিও দেখে টাকা উপার্জন করা যায়।

সোয়াগবাক্স : ভিডিও দেখে টাকা ইনকাম করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে সোয়াগবাক্স ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি খুব সহজেই ভিডিও দেখে এবং অন্যান্য কাজ করে টাকা উপার্জন করতে পারেন। উপার্জিত টাকা আপনি পাবেন গিফট কার্ড, পেপেল। ইন্সটাজিসি : ইন্সটাজিসি ওয়েবসাইটের মাধ্যমে আপনি খুব সহজে টাকা উপার্জন করতে পারবেন। এই ওয়েবসাইটে ভিডিও দেখা অত্যন্ত সহজ, শুধুমাত্র একটি ক্লিক করেই আপনি ভিডিওটি দেখতে পারবেন। এখানে ঠিক একইভাবে আপনার ভিডিও দেখতে হবে এবং সার্ভেগুলোতে অংশগ্রহণ করতে হবে। কিন্তু, এই ওয়েবসাইট থেকে শুধুমাত্র একটি উপায়ে আপনি টাকা গ্রহণ করতে পারবেন তাহলো হলো গিফট কার্ড।

মাইপয়েন্ট : মাইপয়েন্ট ওয়েবসাইটটি হলো সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট যেখান থেকে আপনি খুব সহজে টাকা উপার্জন করতে পারবেন এবং কোনো পরিশ্রম ছাড়াই। যেসব কাজ করে আপনি এই ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করতে পারেন সেগুলো হলো- ভিডিও দেখে। বিভিন্ন গেম খেলে। ওয়েবসাইট শেয়ার করে এবং বিভিন্ন ই-মেইল পড়ে। সার্ভেতে অংশগ্রহণ করে। বিন্দলে রিসার্চ : বিন্দলে রিসার্চ ওয়েবসাইটে ভিডিও দেখে আপনি টাকা ইনকাম করতে পারেন। এই ওয়েবসাইটটি অনেক জনপ্রিয় কারণ, ভিডিও দেখে ফিডব্যাক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আপনার টাকা পেয়ে যাবেন। এখানে ভিডিও দেখে টাকা উপার্জন করার সঙ্গে সঙ্গে আপনি বিভিন্ন সার্ভেতে অংশগ্রহণ করেও উপার্জন করতে পারেন। একটি ভিডিও দেখার পর আপনি যে মাধ্যমে টাকা আয় করতে পারবেন তা হলো, পেপ্যাল আর ওয়েবসাইটে ভিডিও দেখে যে পয়েন্ট আর্ন করবেন সে পয়েন্টের বিনিময় যতটুকু টাকা হয় ততটুকু আপনি পাবেন।