ঢাকা ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

ফায়ার সার্ভিসের গাড়ি দুর্ঘটনা

আহত আরেকজনের মৃত্যু

আহত আরেকজনের মৃত্যু

নারায়ণগঞ্জের সদর থানার চাষাঢ়া মোড়ে ফায়ার সার্ভিসের গাড়ি দুর্ঘটনায় আহত সিরাজুল ইসলাম (৪৪) নামে আরেকজনের মৃত্যু হয়েছে। তিনি মিশুক চালক বলে জানা গেছে। গতকাল দুপুর সোয়া ২টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। সিরাজুল ইসলামকে হাসপাতালে নিয়ে আসা পথচারী সোহেল রানা বলেন, নারায়ণগঞ্জের ফকির অ্যাপারেলসে অগ্নিকাণ্ডের ঘটনায় খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি গাড়ি যাচ্ছিল। এ সময় ফায়ার সার্ভিসের গাড়ির চালক হার্ট অ্যাটাক করেন। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বেশ কয়েকটি গাড়িকে ধাক্কা দেয়। এতে মিশুক চালক সিরাজুল ইসলাম গুরুতর আহত হন। প্রথমে তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসার পথে মারা যান সিরাজুল ইসলাম। তিনি আরো জানান, সিরাজুল ইসলামের বাড়ি সিরাজগঞ্জ জেলার সেতাবগঞ্জ থানার মোল্লাপাড়া গ্রামে। তিনি ওই এলাকার খোকা মিয়ার ছেলে ছিল। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি। এর আগে সকালে ফতুল্লায় শিল্প কারখানার আগুন নেভাতে যাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ফায়ার সার্ভিসের গাড়ির চালক। এতে ফায়ার সার্ভিসের গাড়ির সঙ্গে আনন্দ পরিবহনের বাস, প্রাইভেটকার, কাভার্ডভ্যান ও দুটি ব্যাটারিচালিত রিকশার সংঘর্ষ হয়। সকাল সাড়ে ১০টার দিকে চাষাঢ়া এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ও বঙ্গবন্ধু সড়কের সংযোগস্থলে ওই দুর্ঘটনাটি ঘটে। ওই সময় ফায়ার সার্ভিসের গাড়ির চালকসহ দুইজন নিহত হন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত