ঢাকা ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

বিমান বাহিনী প্রধানের চীন সফর শেষে দেশে প্রত্যাবর্তন

বিমান বাহিনী প্রধানের চীন সফর শেষে দেশে প্রত্যাবর্তন

দেশে ফিরেছেন বিমান বাহিনী প্রধান বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান চীন সফর শেষে গত রোববার (২৩ জুলাই) দেশে প্রত্যাবর্তন করেছেন। উল্লেখ্য যে, বিমান বাহিনী প্রধান চীন পিপল্স লিবারেশন আর্মি এয়ারফোর্সের আমন্ত্রণে গত ১৬ জুলাই চারজন সফরসঙ্গীসহ সস্ত্রীক এক সরকারি সফরে চীন গমন করেন। সফরকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান চীনের স্টেট কাউন্সিলর ও প্রতিরক্ষামন্ত্রী জেনারেল লি শাংফু এবং পিএলএএএফের কমান্ডার জেনারেল চ্যাং ডিংকিউর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা দুই দেশের বিমান বাহিনীর মধ্যে প্রযুক্তি বিনিময়সহ প্রশিক্ষণ এবং আধুনিকায়ন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় ও অন্যান্য বিষয়ে আলোচনা করেন। এছাড়াও বাংলাদেশ বিমান বাহিনীকে প্রদেয় কে-৮ বিমান অতিশীঘ্রই হস্তান্তরের ব্যাপারে এবং বিমান বাহিনীতে ব্যবহারের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ এবং সরঞ্জামাদি দ্রুততম সময়ের মধ্যে চীন থেকে বাংলাদেশে সরবরাহের বিষয়ে আশ্বস্ত করেন। বাংলাদেশ বিমান বাহিনী প্রধান চায়না ন্যাশনাল অ্যারো-টেকনোলজি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশন, হংডু এভিয়েশন ইন্ডাস্ট্রি গ্রুপ, এয়ারফোর্স কমান্ড কলেজ এবং এভিয়েশন ইউনিভার্সিটি অব পিএলএএএফ পরিদর্শন করেন। বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী ও চীন পিপল্স লিবারেশন আর্মি এয়ারফোর্সের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে আশা করা যায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত