ঢাকা ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে পাটের বাম্পার ফলন

সিরাজগঞ্জে পাটের বাম্পার ফলন

সিরাজগঞ্জে এবার সোনালি আঁশ পাটের বাম্পার ফলন হয়েছে। এরই মধ্যে এ নতুন পাট হাটবাজারে উঠতে শুরু করেছে। দাম ভালো থাকায় এখন কৃষকের মুখে হাসি ফুটেছে। জেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা যায়, সিরাজগঞ্জে ৯ উপজেলার বিভিন্ন স্থানে ১৭ হাজার ২৯৮ হেক্টর জমিতে তোষা, মেস্তা ও কেনাফ জাতের পাটের চাষাবাদ করেছে কৃষকরা। এ পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় সাড়ে ৩৬ হাজার মেট্রিক টন। প্রায় ৩ সপ্তাহ ধরে এ পাটকাটা শুরু হয়েছে। কৃষক এ পাট কাটা ও জাগ দেয়া নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এবার কাজীপুর, উল্লাপাড়া, কামারখন্দ, রায়গঞ্জ ও সিরাজগঞ্জ সদর উপজেলাসহ চরাঞ্চলে এই পাট চাষাবাদ বেশি হয়েছে। বর্তমানে হাটবাজারে তোষা পাট গড়ে ২ হাজার ৯০০ টাকা, মেছতা পাট গড়ে ৪ হাজার টাকা মণ বিক্রি হচ্ছে। এ পাট চাষাবাদে খরচের চেয়ে লাভ বেশি থাকায় কৃষক মুখে হাসি ফুটেছে। স্থানীয় কৃষকরা বলেছেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবার পাট চাষাবাদে বাম্পার ফলন হয়েছে। এরই মধ্যে পাটকাটা ও জাগ দেয়া শুরু হয়েছে। তবে অনেক স্থানে খাল বিল নদী নালায় পানি কম থাকায় বাড়তি শ্রমিক ও অর্থ ব্যায় করে দূরবর্তী স্থানে নিয়ে পাট জাগ দেয়া হচ্ছে। এতে আর্থিক ব্যয় কিছুটা বেশি হলেও লাভের মুখ দেখছে কৃষকরা। তবে ভারি বর্ষণ হলে এই পরিস্থিতি থাকবে না। এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বাবলু কুমার সূত্রধর আলোকিত বাংলাদেশকে বলেন, এ জেলায় পাট চাষ অনেক লাভজনক। এজন্য কৃষকরা পাট চাষাবাদে আগ্রহী বেশি হচ্ছে। সংশ্লিষ্ট উপজেলা কৃষি বিভাগ থেকে পাট চাষিদের বীজসহ নানা প্রণোদনা দেয়া হয়েছে এবং এ পাট চাষে কৃষকদের নানা পরামর্শ দেয়ার পাশাপাশি তাদের উৎসাহিত করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত