ঢাকা ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

বদলাচ্ছে টুইটারের লোগো!

বদলাচ্ছে টুইটারের লোগো!

জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে প্রতিনিয়ত আপডেট হচ্ছে। তবে এতে ব্যবহারকারীদের সুবিধার চেয়ে অসুবিধাই হচ্ছে বেশি। গত বছর ইলন মাস্ক টুইটার কিনে নেওয়ার পর থেকে সমালোচনা যেন পিছু ছাড়ছে না সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটির। ব্লু টিক সাবস্ক্রিপশন নিয়ে এসেছে বহুদিন আগেই। বিনামূল্যে টুইটার ব্যবহার প্রায় নিষিদ্ধই হয়ে যাচ্ছে। এবার নতুন ঘোষণা দিল ইলন মাস্ক। বদলে যাচ্ছে টুইটারের লোগো। অর্থাৎ টুইটারের চিরচেনা লোগো ব্লু বার্ড আর থাকছে না। এর আগেও ব্লু বার্ড বদলে একটি কুকুরের ছবি দিয়ে রেখেছিল ইলন মাস্ক। সেটা মজার ছলে করলেও এবারের বিষয়টি একেবারেই মজা নয়।

এক টুইট বার্তায় ইলন মাস্ক জানান, খুব তাড়াতাড়ি টুইটার ব্র্যান্ড এবং ধীরে ধীরে সব পাখিকে বিদায় জানাতে যাচ্ছেন তারা। মূলত মার্জারের পর টুইটার এখন ‘এক্স ক্রপ’ নামক নতুন একটি কোম্পানির অংশ হতে চলেছে। এই বিষয়ে খানিকটা আভাস দিলেন ইলন মাস্ক। তার টুইটারের লোগো বদলে হবে ‘এক্স’ হওয়ার পেছনে এটাই কারণ হতে পারে। তার এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানি এক্সএআইকেও তুলে ধরছে মাস্ক। এছাড়া টুইটারে নিয়ম বদলের প্রক্রিয়া চলছে। আনভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে প্রতিদিন কতগুলো করে সরাসরি মেসেজ করা যাবে, সে বিষয়ে সীমারেখা টানতে চায় টুইটার। যাদের টুইটারের ব্লু সাবস্ক্রিপশন নেই বা ভেরিফায়েড ব্যাজ নয়, তাদের ক্ষেত্রেই সীমারেখা থাকবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত