ঢাকা ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

শেখ হাসিনা মেডিকেল কলেজ পরিদর্শন করবেন স্বাস্থ্যমন্ত্রী

শেখ হাসিনা মেডিকেল কলেজ পরিদর্শন করবেন স্বাস্থ্যমন্ত্রী

শেখ হাসিনা মেডিকেল কলেজ পরিদর্শনসহ নানা কর্মসূচি হাতে নিয়ে হবিগঞ্জ যাচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক।

স্থানীয় স্বাস্থ্য প্রশাসনের সঙ্গে মতবিনিময়সহ আরো কয়েকটি কর্মসূচিতে তার অংশ নেওয়ার কথা আছে। জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে জানানো হয়, স্বাস্থ্যমন্ত্রী আগামীকাল শুক্রবার (২৮ জুলাই) দুপুরে হবিগঞ্জে পৌঁছবেন। পরে এদিন বিকেলে জেলা স্বাস্থ্য প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা করবেন। বাহুবল উপজেলায় অবস্থিত দ্য প্যালেস রিসোর্টে রাত্রিযাপন শেষ শনিবার (২৯ জুলাই) শেখ হাসিনা মেডিকেল কলেজ এবং ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল পরিদর্শনের কথা আছে তার। এ তথ্য নিশ্চিত করে ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জ্বল বলেন, মন্ত্রী হবিগঞ্জ সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এদিকে, স্বাস্থ্যমন্ত্রীর সফর উপলক্ষ্যে জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে গতকাল দুপুরে মতবিনিময় সভা করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত