ঢাকা ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে মহাসড়ক এলাকায় অস্ত্রসহ এক ব্যক্তি গ্রেপ্তার

সিরাজগঞ্জে মহাসড়ক এলাকায় অস্ত্রসহ এক ব্যক্তি গ্রেপ্তার

বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ওভার ব্রিজ এলাকায় অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে রোকনুজ্জামাল রোকনকে (৪২) অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। সে ওই উপজেলার বাগবাড়ী গ্রামের আবুল হোসেন খানের ছেলে। ওসি (ডিবি) রওশন আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডলের বিপিএম (বার) পিপিএম (বার)-এর দিক-নির্দেশনায় গত বুধবার গভীর রাতে উল্লেখিত স্থানে অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করা হয়। এ চেকপোষ্ট চলাকালে রোকন সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল এবং সে ডিবি পুলিশ দেখে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে ধাওয়া করে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দেশীয় ওয়ান শ্যূটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আরো ৩টি মামলা রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত