ঢাকা ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

প্রধানমন্ত্রীর আগমন রংপুরে ব্যতিক্রমী প্রচারণা

প্রধানমন্ত্রীর আগমন রংপুরে ব্যতিক্রমী প্রচারণা

রংপুরে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে ব্যতিক্রমী বিলবোর্ড ও পোস্টার দিয়ে প্রচারণা চালিয়েছেন রংপুর জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনসমূহ।

আগামী বুধবার জিলা স্কুল মাঠে আওয়ামী লীগের রংপুর বিভাগীয় জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের জয়ের মধ্যদিয়ে বদলে যেতে থাকে রংপুর। ২০১১ সালের ৮ জানুয়ারি রংপুর জিলা স্কুল মাঠে মহাজোটের এক জনসভায় উন্নয়নের দায়িত্ব কাঁধে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের জয়ের মধ্যদিয়ে বদলে যেতে থাকে তার প্রতিশ্রুতির বাস্তবায়ন আর উন্নয়নের মোড়কে ‘মঙ্গাপীড়িত’ রংপুর অঞ্চল। সর্বশেষ ২০১৮ সালের ২৩ ডিসেম্বর তিনি রংপুরের পীরগঞ্জ ও তারাগঞ্জে দুটি নির্বাচনি জনসভা করেছেন। দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দ্বাদশ নির্বাচনের প্রচার-প্রচারণা রংপুর থেকে শুরু করবেন।

এদিকে জেলা আওয়ামী লীগের এক নেতা বলেন-রংপুরের পুত্রবধূ বঙ্গবন্ধুকন্যা, দেশরত্ন, বিশ্ব মানবিকতার শ্রেষ্ঠ মানবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা তিনবার রাষ্ট্রক্ষমতায় থেকে রংপুরকে যেভাবে উন্নয়নের মোড়কে সাজিয়েছেন, তা বিগত সময়ে কোনো সরকার করতে পারেনি। রংপুরে অভাবনীয় উন্নয়ন হয়েছে। এখন মঙ্গাপীড়িত রংপুর বলা হয় না, কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রতিশ্রুতি পূরণের মধ্যদিয়ে রংপুর থেকে মঙ্গা দূর করেছেন। মানুষের ভাগ্য বদলের সঙ্গে সঙ্গে রংপুর অঞ্চলের ব্যাপক উন্নয়ন ও পরিবর্তন হয়েছে। আমরা প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিগত ১৪ বছরের উন্নয়ন তুলে ধরে প্রচার চালাচ্ছি।

রংপুরের পুত্রবধূর আগমন ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ বিরাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে কেন্দ্র করে রংপুর বিভাগজুড়ে সাজ সাজ রব। জেলা ও মহানগর দলীয় নেতাকর্মী থেকে শুরু করে বিভাগের বিভিন্ন সাংসদসহ সর্বোচ্চ পর্যায়ের নেতাকর্মীদের শহর এবং পাড়া-মহল্লায় অলিগলি ব্যানার, পোস্টার, ফেস্টুন বিলবোর্ডে ছেয়ে গেছে সম্পূর্ণ নগরী।

সরকার প্রধানের এ সফরকে কেন্দ্র করে রংপুর অঞ্চলের সাধারণ মানুষসহ বিশিষ্টজনরা প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির হিসাব মেলাতে শুরু করেছেন। প্রধানমন্ত্রীর এ জনসভায় আওয়ামী লীগের নেতাকর্মীরা ১০ লাখের বেশি মানুষের সমাগমের প্রস্তুতি নিয়েছেন বলে জানা গেছে। শহর ঘুরে দেখা গেছে জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য রঞ্জু রংপুর জেলার অন্তর্গত আওয়ামী লীগ সরকারের আমলে উল্লেখযোগ্য উন্নয়নসমূহ তুলে ধরে বিলবোর্ড ও পোস্টারের এই ব্যতিক্রমী প্রচারণা চালিয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত