ঢাকা ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

সুসংবাদ প্রতিদিন

মধুপুরে আনারসের ভালো ফলন

মধুপুরে আনারসের ভালো ফলন

টাঙ্গাইলের মধুপুরে আনারসের ফলন ভালো হয়েছে। তবে গত তিন বছরের তুলনায় দাম অনেক কম। তাই লোকসানের আশঙ্কায় আছেন চাষিরা। আমসহ অন্যান্য মৌসুমি ফল বাজারে থাকায় আনারসের চাহিদা কিছুটা কম। তবে বাজারে অন্যান্য ফলের আমদানি কমতে শুরু করেছে, তাই আনারসের মূল্য সামনে বাড়বে বলে ধারণা কৃষি বিভাগের। কৃষকদের লোকসান হবে না বলেই মনে করছেন তাঁরা।

মধুপুর উপজেলা কৃষি বিভাগ সূত্র জানায়, দেশে আনারস উৎপাদনের অন্যতম স্থান হলো টাঙ্গাইলের মধুপুরের পাহাড়ি লাল মাটি। এবার এ উপজেলার ৬ হাজার ৮৪০ হেক্টর জমিতে আনারসের চাষ হয়েছে। গত বছরের তুলনায় ১৪০ হেক্টর বেশি। এবার ৪ হাজার ৮৮ হেক্টরে জায়েন্ট কিউ, ২ হাজার ৭৪০ হেক্টরে হানিকুইন এবং নতুন জাতের এমডি-২ আনারস চাষ হয়েছে ১২ হেক্টর জমিতে। আবহাওয়া অনুকূলে থাকায় গত কয়েক বছরের মতো এবারও ফলন ভালো হয়েছে। মৌসুমের শুরু থেকেই কৃষকরা আনারস বিক্রি করতে আনছেন পাইকারি বাজারে। কিন্তু দাম অন্যান্য বছরের তুলনায় অনেক কম।

মধুপুরের আনারস মূলত গারো বাজার ও জলছত্র পাইকারি বাজার থেকে সারা দেশে সরবরাহ হয়ে থাকে। সরেজমিন গারো বাজারে দেখা যায়, সাইকেল, রিকশা, ভ্যানসহ নানা যানবাহনে চাষিরা বাগানের আনারস আনছেন বাজারে। বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা আনারস কিনছেন। এ বাজারের আনারস ব্যবসায়ী লোকমান হোসেন বলেন, প্রতিদিন প্রায় কোটি টাকার বেচাকেনা হয়। এবার মৌসুমের শুরুতে কোরবানির ঈদ ছিল। ঈদের কারণে সাধারণ মানুষের অনেক খরচ হয়ে গেছে। তাদের হাতে টাকা কম। তাই আনারসের চাহিদাও কম।

সামনে আরও দুই মাস আনারসের মৌসুম আছে। তখন আনারসের দাম বাড়তে পারে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত