নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উদযাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল কর্মসূচী বাস্তবায়ন উপলক্ষে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বিজিবি’র মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন। এ উপলক্ষে তিনি সকালে পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরের শহীদ ক্যাপ্টেন আশরাফ হল সংলগ্ন পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন।
এসময় বিজিবি মহাপরিচালক বলেন- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধা ও দারিদ্রমুক্ত সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার সেই স্বপ্ন পূরণে বাংলাদেশ অনেকটাই অগ্রসর হয়েছে। বাংলাদেশে আজ উন্নয়নশীল দেশে উপনীত হয়েছে । ২০৪১ সালে বাংলাদেশ উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশে উন্নীত হবে। তিনি বলেন, কৃষিক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। গবাদিপশু উৎপাদনে, সবজি ও মৎস্য চাষে ব্যাপক সফলতা অর্জিত হয়েছে। মৎস্য চাষে বাংলাদেশ সারাবিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে যা দেশের জন্য অনেক বড় প্রাপ্তি। তিনি আরও বলেন, একটি উন্নত-সমৃদ্ধ দেশ গড়তে একটি সুস্থ্য জাতি গঠন অত্যাবশক। আর সুস্থ জাতি গঠনে আমিষের গুরুত্ব অপরিসীম। আর আমিষের সিংহভাগ চাহিদাই পূরণ করে মাছ। তাই বর্তমান প্রেক্ষাপটে মাছ চাষের বিকল্প নেই। তিনি প্রতিটি বিজিবি সদস্যকে মৎস্য চাষে ব্রতী হয়ে বিজিবি’র সকল রিজিয়ন, প্রতিষ্ঠান, সেক্টর, ব্যাটালিয়ন ও বিওপি’তে যে সকল পুকুর, ডোবা ও জলাশয় রয়েছে তা সংস্কার করে মাছ চাষ করার আহবান জানান। শুধু কর্মস্থলেই নয়, বিজিবির সকল সদস্যকে তাদের নিজ বাড়ির পরিত্যক্ত ডোবা, নালা ও জলাশয়ে মাছ চাষের পরামর্শ দেন মহাপরিচালক। শুধু মাছের পোনা অবমুক্তকরণ নয়, সেগুলোর যথাযথ পরিচর্যার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
বিজিবি’র প্রতিটি পুকুর, ডোবা ও জলাশয়ে মাছ চাষ করে যদি সেগুলোর যথাযথ পরিচর্যা করা হয় তবে তা বাহিনীর আমিষের চাহিদা পূরণের পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও ভূমিকা রাখবে বলেও তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।